আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজকের এই পোস্ট এ আপনাদের সাথে আলোচনা করবো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ নিয়ে। এটি কি, কিভাবে আপনারা এতে অংশগ্রহণ করতে পারবেন সে সব বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা থাকবে।
নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ কি?
– NASA Space Apps Challenge মূলত একটি বার্ষিক, বিশ্বব্যাপী হ্যাকাথন যেখানে অংশগ্রহণকারীরা বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য সমাধান তৈরি করে।
এই ইভেন্টটি নাসা আয়োজিত হলেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা এতে যুক্ত হতে পারে।
আসুন বিস্তারিত বলি:
নাসা প্রত্যেক বছর একটি নিদ্রিষ্ট থিম সিলেক্ট করে, যেমন এই বছরের থিম হচ্ছে “The Sun Touches Everything”
থিম লঞ্চের পরে ওরা ওই থিমের সাথে রিলেটেড কিছু চ্যালেঞ্জ বলে দেই, আপনাকে ঐ চ্যালেঞ্জ গুলোর মধ্যে যেকোনো একটি’র সমাধান
এখন পর্যন্ত শুধু চ্যালেঞ্জ গুলোর টাইটেল এবং ডেসক্রিপশন বলেছে, চ্যানেলের বিস্তারিত ১২ সেন্টেম্বার রিলিজ করবে যেখানে চ্যালেঞ্জে কি কি রিসোর্স ব্যবহার করতে পারবেন, কি কি রাখতেই হবে বিস্তারিত তারা আপনাকে বলে দিবে।
কিভাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া যায় ?
– নাসা মূলত ১০ টি ক্যাটাগরির অধীনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাছাই করে থেকে। বিস্তারিত:
- Best Use of Science: The project that makes the best and most valid use of science and/or the scientific method.
- Best Use of Data: The project that best makes space data accessible or leverages it for a unique application.
- Best Use of Technology: The project that exemplifies the most innovative use of technology.
- Galactic Impact: The project with the most potential to improve life on Earth or in the universe.
- Best Mission Concept: The project with the most plausible concept and design.
- Most Inspirational: The project that captures our hearts.
- Best Storytelling Award: The project that most creatively communicates the potential of open data through the art of storytelling.
- Global Connection Award: The project that best connects people around the world through technology.
- Art & Technology Award: The project that most effectively combines technical and creative skills.
- Local Impact Award: The project that demonstrates the greatest potential for local impact.
অর্থাৎ তাদের দেওয়া সমস্ত চ্যালেঞ্জ থেকে এই ১০ টি ক্যাটাগরি থেকে তারা বাছাই একটি করে গ্লোবাল চ্যাম্পিয়ন বাছাই করবে।