নিয়ে নিন FliFlik রিয়েল টাইম Voice Changer তিন মাসের জন্য একদম ফ্রিতে।
আমরা সবাই অনলাইনে অনেক সময় ব্যয় করি, গেমিং এর ক্ষেত্রে অনলাইন মিটিংয়ে। তো আমরা সবাই প্রায় প্রায় কিন্তু একটা কথা চিন্তা করি যে, আমরা যদি আমাদের ভয়েসটাকে একটু চেঞ্জ করে মজা করতে পারি তাহলে একটু ভালো হতো। আর আমরা হয়তোবা প্রায় দেখে থাকি অনেকে নিজের ভয়েস চেঞ্জ করে আপনার সাথে মজা করতেছে। আপনি হয়তো সেই…