ঘরের লাইট ফ্যান যেকোনো রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করবেন যেভাবে : স্মার্ট সুইচ তৈরি ।

 

দীর্ঘ সময় পর ফিরে আসলাম । তো সরাসরি মূল টপিকে যাওয়া যাক । আজ আমরা এমন একটা ডিভাইস বানাবো যেটা দিয়ে ঘরের লাইট ফ্যান ইত্যাদি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করতে পারব গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাপ থেকে । চাইলে গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কমান্ড দিয়েও সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে । এছাড়াও যেকোনো রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবো খুব সহজেই । সাথে তাপমাত্রা সেন্সর থাকবে । তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ফ্যান অটো চালু এবং তাপমাত্রা কমলে অটো বন্ধ করার ফিচার থাকবে !

আর আমি এটি  Giveaway করতে যাচ্ছি  ট্রিকবিডিতে ফিরে আসা উপলক্ষে । যে বিজয়ী হবেন তার জন্য আমার পক্ষ থেকে এটি ফ্রী গিফট হিসেবে দেবো । সবার জন্যেই ছোট্ট উপহার থাকবে । অংশগ্রহন করার নিয়ম শেষে দেওয়া থাকবে ।

তো চলুন শুরু করা যাক ।

এটা তৈরিতে যা যা প্রয়োজনঃ

১. Esp32 বা Esp8266 

২. রিলে মডিউল (৪ চ্যানেল এর)

৩. পুশ বাটন (৪ টি)

৪. Jumper Wire অথবা যেকোনো তার 

৫. DT-11 (temperature & humidity sensor) 

৬. IR Receiver & Remote

৭. প্লাস্টিক পিভিসি বোর্ড অথবা যেকোনো বোর্ড নিলেই হবে যেটা দিয়ে আমরা ডিভাইসটার বডি বানাবো

সবগুলাই দারাজ অথবা লোকাল মার্কেটে পাওয়া যাবে । টোটাল ৫০০ টাকার কাছাকাছি খরচ হবে ।

প্রথমে নিচের ডায়াগ্রাম অনুযায়ী কানেকশন করে নিন । ছবি টি আমি ডাউনলোড লিঙ্ক এ দিয়ে দিবো

ডায়াগ্রাম – ১

 

বাকি সব যা আছে তাই রেখে দিন ।এবং টিক এ ক্লিক করুন । পরের পেজ এ আপানার ওয়াইফাই এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করুন । দেখবেন ৪ টি সুইচ এড হয়ে গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *