পার্থক্য হলো এমন স্বতন্ত্র ধর্মী ব্যতিক্রম কিছু বৈশিষ্ট্য যা সাধারণত লোকের চোখে পড়ে। ডাটা ও তত্ত্বের মধ্যে এমন সূক্ষ্ম কিছু ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য বিদ্যমান। নিম্নে সেই ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য গুলো তুলে ধরা হলো
১. কোন কিছু সম্পর্কে ধারণা বা জ্ঞান লাভ করার জন্য ওই সম্পর্কিত বিষয়ে বিভিন্ন ডাটা বা উপাত্তকে সুন্দরভাবে উপস্থাপন করাকে তথ্য বা ইনফরমেশন বলে। অপরদিকে ডাটাকে প্রক্রিয়াকরণ করে যে সুনির্দিষ্ট অবস্থায় পাওয়া যায় তাকে তথ্য বলে।
২. ডাটা হল প্রক্রিয়াকরণের পূর্ব অবস্থা অপরদিকে তথ্য হলো প্রক্রিয়াকরণের পরের অবস্থা।
৩. সকল তথ্যই অপরদিকে সকল ডাটা তথ্য নয়।
৪. ডাটা কোন কিছুর পূর্ণ ধারণা দিতে পারে না অপরদিকে তথ্য কোন কিছুর পূর্ণ ধারণা দিতে পারে।
৫. ডেটা তথ্যের উপর নির্ভর করে না অপরদিকে তথ্য সম্পন্নভাবে ডাটার উপর নির্ভরশীল।